রাজধানীর কাফরুলে কামাল (৩২) নামে এক নির্মাণ শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে দক্ষিণ কাফরুল ৪৫৪ নম্বর নির্মাণাধীন বাড়ির আন্ডারগ্রাউন্ড থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কামাল ভোলা জেলার বাসিন্দা জালাল আহমেদের ছেলে। বর্তমানে তিনি ওই নির্মাণাধীন ভবনে থাকতনে এবং রড মিস্ত্রির কাজ করতেন বলে জানা গেছে।
কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমদাদুল হক জানান, মরদেহ দেখে তিন-চারদিন আগে তাকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অর্ধগলিত মরদেহের দুর্গন্ধ পেয়ে থানায় খবর দিয় এলাকাবাসী। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মরদেহ দেখে ধারণা করা হচ্ছে, তাকে কয়েকদিন আগে হত্যা করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মর্গের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জেনে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত