১৯ সেপ্টেম্বর, ২০২১ ০৯:২২

রাজধানীতে ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু

অনলাইন ডেস্ক

রাজধানীতে ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর আগারগাঁও তালতলার একটি ভবনের ছয়তলার ছাদ থেকে নিচে পড়ে আরিফুল ইসলাম শান্ত (২৩) নামের এক তরুণ মারা গেছেন। তিনি মেট্রোরেলের কর্মচারী ছিলেন। তার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার শংকরপাশা গ্রামে। বাবার নাম মো. আবু সালেক।

গতকাল শনিবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যায় মুমূর্ষু অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

শান্তর সহকর্মী আরিফুল ইসলাম জানায়, ‘তারা আগারগাঁও মেট্রোরেলে কাজ করেন। আগারগাঁও তালতলায় একটি বাসার ছয় তলায় শান্তসহ কয়েকজন মিলে থাকেন। সকাল ১০টার দিকে শান্ত বাইরে বের হন। রুমের সবাই মনে করেছিল, কাজে জন্য শান্ত বাইরে গেছে।

তিনি আরও জানান, বিকালে শাহিন নামের আরেক সহকর্মী ফোনে জানান, শান্ত ছাদ থেকে পড়ে গেছে। তাকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে। পরে পঙ্গু হাসপাতালে তাকে দেখতে পাই। সেখান থেকে শান্তকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

‘বাড়ির দারোয়ানের কাছ থেকে জানতে পারি শান্ত মোবাইলে কথা বলতে বলতে ছাদ যায়। কিন্তু কীভাবে সে ছাদ থেকে পরে গেছে, সে ব্যাপারে কিছুই জানি না’,- বলেন তিনি। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর