রাজশাহী মহানগর পুলিশে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও নন-পুলিশ পরিবারের সন্তানদের মেধাবৃত্তি ও সম্মাননা জানিয়েছে পুলিশ সদর দফতর।
রবিবার সকালে আরএমপি সদর দফতরে পুলিশের মহাপরিদর্শকের পক্ষে বৃত্তির চেক ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন কমিশনার আবু কালাম সিদ্দিক।
কেন্দ্রীয়ভাবে এ সম্মাননা আয়োজন করা হয়। তবে করোনা বাস্তবতার কারণে এবার সংশ্লিষ্ট ইউনিটে আয়োজন করা হয়। রাজশাহী নগর পুলিশ ২৩ জনের হাতে ক্রেস্ট ও চেক তুলে দেয়।
‘বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি ২০১৯’ প্রদান অনুষ্ঠানে আরএমপি কমিশনার বলেন, এই মেধাবৃত্তি আমাদের সন্তানদের লেখাপড়ার ক্ষেত্রে অনুপ্রাণিত ও উৎসাহিত করবে।
বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, মাদকাসক্ত ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে এবং পড়াশোনায় মনোনিবেশ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম, ও মজিদ আলী (ক্রাইম অ্যান্ড অপারেশন), উপ-পুলিশ কমিশনার রশীদুল হাসান, সাজিদ হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন