২১ অক্টোবর, ২০২১ ১৫:৫৪

সুগন্ধা নদীর ভাঙ্গন প্রতিরোধে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সুগন্ধা নদীর ভাঙ্গন প্রতিরোধে এলাকাবাসীর মানববন্ধন

বরিশালের বাবুগঞ্জের রাকুদিয়া এলাকায় সুগন্ধা নদীর ভাঙ্গন প্রতিরোধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রাকুদিয়া এলাকায় নদীর তীরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রত্তন আলী শরীফের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রফেসর মো. মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক সরদার, সাবেক ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন ফরাজী, মো. বাবুল ঢালী, মো. মোসলেম সিকদার, রহিম সিকদার এবং আলমগীর হোসেনসহ অন্যান্যরা। 

বক্তারা বলেন, সুগন্ধা নদীর ভাঙ্গনে রাকুদিয়া ইউনিয়নের ২টি গ্রাম ইতোমধ্যে বিলীন হয়ে গেছে। সাম্প্রতিক নদী ভাঙ্গন তীব্র হওয়ায় আতংকে রয়েছেন নদী তীরের বাসিন্দারা। নদী ভাঙ্গনের হুমকিতে রয়েছে ফসলি জমি, বসত বাড়ি, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বহু স্থাপনা।

প্রতিনিয়ত নদী গর্ভে বিলীন হচ্ছে রাকুদিয়া এলাকা। তারা ভাঙ্গন রোধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর