গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা ও ৭টি ইউনিয়নের সকাল ৮ থেকেই উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে ভোট চলছে। নির্বাচনের রিটার্নিং অফিসার ও গাজীপুর জেলা নির্বাচন অফিসার কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ জানান, কালিয়াকৈর পৌরসভাতে ইভিএমের মাধ্যমে পৌর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
পৌর মেয়র পদে ৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৬২ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট কেন্দ্র ৪১টি, এর মধ্যে ২১টি ঝুঁকিপূর্ণ। পৌরসভার বুথ রয়েছে ২৭৬টি। পৌরসভার মোট ভোটার ৯৫ হাজার ৪৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৮ হাজার ৫০১ জন ও মহিলা ভোটার ৪৬ হাজার ৯৩৪ জন।
সীমানা নির্ধারণসহ নানা জটিতলার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ অনুষ্ঠিত হচ্ছে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার নির্বাচন। ২০১১ সালে সর্বশেষ এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
কালিয়াকৈর উপজেলা নির্বাচন অফিসার এ এম শামসুজ্জামান জানান, কালিয়াকৈর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদেরও ভোটগ্রহণ সকাল ৮টায় শুরু হয়েছে। চেয়ারম্যান পদে ৩২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে মহিলা সদস্য পদে ৭৭ জন ও সাধারণ সদস্য পদে ২৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৭টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৬৬ হাজার ৭১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৪ হাজার ২৫৩ জন ও মহিলা ভোটার ৮৪ হাজার ২৫৩ জন ভোটার রয়েছে। ৭টি ইউনিয়নে ভোট কেন্দ্র ৭৫টি, এর মধ্যে ঝুঁকিপূর্ণ ৩৯টি। ইউনিয়ন পরিষদের বুথ রয়েছে ৪৭৪টি।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি, পুলিশ, র্যাব ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ