রাজধানীর গুলশান-১ নম্বরে ডিএনসিসি মার্কেটের পাশে ১২তলা ভবনের ১০ম তলায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আজ বিকালে ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, রাজধানীর গুলশান ১ নম্বরে অবস্থিত ডিএনসিসি মার্কেটের পাশে একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারিনি। এ ছাড়া হতাহতের কোনো খবরও পায়নি।
তিনি বলেন, এর আগে বিকাল ৪টায় আগুন লাগার খবর পাই। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের ৭টি ইউনিট যায়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ