হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মো. সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
আজ সকালে স্বাস্থ্য অধিদফতর ও আইইডিসিআরের সামনে বিভিন্ন টেকনোলজিস্ট সংগঠনের সদস্যরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন।
গত মঙ্গলবার হবিগঞ্জ সদর হাসপাতালের কোভিড-১৯ রোগীদের স্যাম্পল কালেকশন করে বাসায় ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত সাইফুলের উপর অতর্কিত হামলা চালালে তিনি মৃত্যুবরণ করেন। ঘটনার ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও কোন আসামি গ্রেফতার না হওয়ায় বক্তারা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন আগামী দুই দিনের মধ্যে আসামিরা গ্রেফতার না হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।
বক্তারা আরও বলেন, সাইফুল এর পরিবারকে ক্ষতিপুরণ দেওয়ার দাবি জানান। কর্মক্ষেত্রে স্বাস্থ্যকর্মীরা জীবনবাজি রেখে সেবাদান স্বত্ত্বেও হত্যাকাণ্ডের শিকার হওয়া অত্যন্ত বেদনাদায়ক। এর বিচার নিশ্চিত না হলে অন্যান্য মেডিকেল টেকনোলজিস্ট সহ সকল স্বাস্থ্যকর্মী মনোবল হারিয়ে ফেলবেন যা স্বাস্থ্য সেবায় মারাত্মক প্রভাব ফেলবে বলে জানান তারা।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. আহমেদুল কবির স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করে বলেন স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সাইফুল হত্যাকারীদেরকে অবিলম্বে গ্রেফতার ও ন্যায়বিচার নিশ্চিতে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সমাবেশে ঢাকা আইএইচটির শিক্ষক আক্তার হোসেন, জাহিদুল ইসলাম শাহিন, ছাত্রনেতা সাগর আহমেদ শামিম, রায়হান রেজা, আপন ইসলাম, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট আব্দুল করিমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন