বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কিছু হলে দেশে আওয়ামী লীগের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ।
রংপুর নগরীর বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে রংপুর জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, করোনার মাঝে বইমেলা, বাণিজ্যমেলা চললেও করোনার দোহাই দিয়ে বর্তমান সরকার বিএনপির আন্দোলন-সমাবেশকে দমিয়ে রাখার পায়তারা করছে।
জেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি’র যুগ্ম মহাসচিব হাবীব-উন-নবী খান সোহেল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু। এছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এমআই