নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে ২৭টি ওয়ার্ডে গণসংযোগ ও মতবিনিময় করেছেন বীর মুক্তিযোদ্ধারা। আজ নির্বাচনী প্রচারণার শেষ দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ কার্যক্রম করেন তারা। এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তানেরা বলেছেন, নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামনের প্রতীক। সেই নৌকা প্রতীক নিয়ে সেলিনা হায়াৎ আইভী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। নৌকায় ভোট দিয়ে চলমান উন্নয়নগুলো সচল রাখতে নারায়ণগঞ্জবাসীর প্রতি অনুরোধ জানাই।
দিনব্যাপী গণসংযোগ ও মতবিনিময় করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সফিকুল বাহার মজুমদার টিপু, সাবেক যুগ্নমহাসচিব আলহাজ্ব শরীফ উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পাহাড়ি বীর প্রতীক, কমান্ডার শাজাহান ভুইয়া জুলহাস, জামাল খান, মোঃ শাজাহান, আমরা মুক্তিযোদ্বার সন্তান সংগঠন এর সেক্রেটারি সৈয়দ আশ্রাফুল ইসলাম নয়ন। এসময় স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট নুরুল হুদা, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট নরুল হুদা, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শাজাহান ভুইয়া জুলহাস, নুর হোসেন মোল্লা, মোঃ রমিজ উদ্দিন, হামিদুর রহমান বাংগালী, জাসদ (ইনু) সভাপতি মহর আলী চৌধুরী, কমান্ডার জহির উদ্দিন জহির প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ