নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোট দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। আজ রবিবার বিকেলে সাড়ে তিনটার পর তিনি ভোটকেন্দ্রে আসেন। তিনি নৌকা প্রতীকে ভোট দিয়েছেন বলে জানান। তিনি জানান, ‘ইভিএমে প্রথম ভোট দিলাম। ভালো লেগেছে। আশা করবো, নৌকা বিপুল ভোটে জয় লাভ করবে।’
শামীম ওসমান আরও বলেন, ‘সুষ্ঠু-সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। জনগণ সন্তুষ্ট, প্রার্থীরাও সন্তুষ্ট। নারায়ণগঞ্জে একটা ধাক্কাধাক্কিও হয়নি। এটা শান্তির শহর। আমরা সবাই মিলে নারায়ণগঞ্জের ভালোর জন্য কাজ করবো।’
তিনি বলেন, ‘নির্বাচনে জয়-পরাজয় আছে। একজন জিতবেন, একজন হারবেন। কিন্তু সবাই মিলে দেশটা গড়বেন। দেশটা আমাদের। আমার সন্তানরা এখানে মানুষ হবে। এটা আমাদের শেষ নিঃশ্বাস নেওয়ার জায়গা।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নৌকার প্রার্থী হারবে না, যদি বলে কথা নাই। যে খেলা চলছে, সে খেলায় আমরাই জিতবো। থ্যাংক ইউ ভেরি মাচ, আই লাভ ইউ অল।’
বিডি প্রতিদিন/ফারজানা