২৪ জানুয়ারি, ২০২২ ২০:০৩

বরিশাল স্টেডিয়ামে টিকা নিতে গিয়ে শিক্ষার্থী আহত, কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল স্টেডিয়ামে টিকা নিতে গিয়ে শিক্ষার্থী আহত, কার্যক্রম স্থগিত

ফাইল ছবি

বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে চলমান শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রম স্থগিত করেছে সিটি করপোরেশন। 

সোমবার টিকা গ্রহণ করতে গিয়ে স্টেডিয়ামে চলমান নির্মাণ সামগ্রীর অংশ বিশেষ পড়ে নগরীর এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আয়েশা সিদ্দিকী আহত হয়। পরে টিকা প্রদান কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেয় সিটি করপোরেশন। 

নতুন স্থান নির্ধারণ না করা পর্যন্ত শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস। 

তিনি জানান, নগরীর ৭টি কেন্দ্রে করোনার টিকা দেয়া হতো। এর মধ্যে স্টেডিয়ামে টিকা দেয়া হতো শিক্ষার্থীদের। কিন্তু স্টেডিয়ামে নির্মাণ কাজ চলমান থাকায় নির্মাণ সামগ্রী পড়ে এক শিক্ষার্থী আহত হয়। এ কারণে স্টেডিয়ামে শিক্ষার্থীদের চলমান টিকা কার্যক্রম পরবর্তী স্থান নির্ধারণ না করা পর্যন্ত বন্ধ থাকবে বলে জানান তিনি।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর