বরিশালের বাকেরগঞ্জের কানকি খালের পানিতে পড়ে নিখোঁজ মো. সুমন হাওলাদারের (২৯) মরদেহ ৬ ঘণ্টা পরে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় খালের পানিতে পড়ে নিখোঁজের পর রাত ১০টার দিকে ওই খাল থেকে তার মরদেহ উদ্ধার করে তারা। সুমন হাওলাদার কানকি গ্রামের কাঞ্চন হাওলাদারের ছেলে।
বাকেরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, গতকাল মঙ্গলবার মাগরিবের আজানের পূর্বে বাড়ি পাশে কানকি খালে ওজু করতে গিয়ে খালের পানিতে পড়ে নিখোঁজ হন সুমন হাওলাদার। পরিবার সদস্যরা খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে ওইদিন রাত ১০টার দিকে ওই খাল থেকে তার মরদেহ উদ্ধার করে। সুমন দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। এ কারণে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না দেয়ায় মঙ্গলবার রাতেই সুমনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর