খুলনায় করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা অমান্য করে সশরীরে কোচিং সেন্টার পরিচালনার অভিযোগে ১০টি মামলায় সাড়ে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান চালানো হয়।
জানা যায়, করোনা সংক্রমণ রোধকল্পে সরকারি নির্দেশনা অনুসারে ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। কিন্তু নির্দেশনা অমান্য করে বেসরকারিভাবে পরিচালিত কোচিং সেন্টার ও টিউটোরিয়াল স্কুলগুলোতে সশরীরে পাঠদান করা হচ্ছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক এবং শারমিন জাহান লুনা ভ্রাম্যমাণ আদালতে কোচিং সেন্টারগুলোতে সশরীরে উপস্থিতিতে স্বাস্থ্যবিধি অমান্য ও লাইসেন্সবিহীন কোচিং সেন্টার পরিচালনায় দায়ে ১০টি মামলায় সাড়ে ১৬ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় কোচিং সেন্টারগুলোকে সরকারি নির্দেশ মেনে নির্দিষ্ট সময় পর্যন্ত বন্ধ রাখার এবং লাইসেন্স গ্রহণ করে তাদের কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশ দেওয়া হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর