বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন অস্ট্রেলিয়ান নাগরিক বনী লিউ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তিনিসহ তার অন্য সঙ্গীরা নগরীর দক্ষিণ সদর রোডে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় বেশ কিছুক্ষণ নীরবে সেখানে দাঁড়িয়ে ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা করেন তিনি। পরে সেখানে ফটো সেশন করেন বনী লিউ। এ সময় তার অস্ট্রেলিয়ান সহকর্মী ইসরাত জাহানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বনী লিউ সাংবাদিকদের বলেন, ভাষার জন্য জীবন দেয়ার ইতিহাস বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্য কোথাও নেই। তাদের আত্মত্যাগের কারণে মায়ের ভাষায় কথা বলতে পারছে বাংলাদেশের মানুষ। যা চিরস্মরণীয় হয়ে থাকবে। এ সময় বাংলাদেশের মানুষের আন্তরিকতা ও আতিথিয়েতার প্রশংসা করেন বনী লিউ। ফের সময় পেলে বাংলাদেশে বেড়াতে আসার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
গত রবিবার নগরীর আলেকান্দা খান সড়ক এলাকায় অস্ট্রেলিয়ান সহকর্মী ইসরাত জাহানের বাড়ি বেড়াতে আসেন বনী লিউ। ২ দিন ধরে বরিশালের বিভিন্ন ঐতিহাসিক জায়গা ঘুরে দেখছেন তিনি। সপ্তাহখানেক বাংলাদেশে অবস্থানের পর আগামী সপ্তাহে অস্ট্রেলিয়া ফিরে যাওয়ার কথা রয়েছে তার।
বিডি প্রতিদিন/আবু জাফর