দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের দেশব্যাপী অর্ধদিবস হরতালের সমর্থনে বরিশালে দফায় দফায় বিক্ষোভ মিছিল এবং সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছে নেতাকর্মীরা। সোমবার সকাল ৬টা থেকে নগরীর সদর রোডের কাকলীর মোড় থেকে লাইন রোড পর্যন্ত এই বিক্ষোভ করেন তারা। এ সময় তারা বিভিন্ন যানবাহন চলাচলে বাধা দেয়। যানবাহন সংকটে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিশেষ করে স্কুল-কলেজ এবং অফিসগামীরা পড়েন চরম বিপাকে। এদিকে হরতালের সমর্থনে বাম জোটের নেতাকর্মীরা লাঠিসোটা সহ সড়কে অবস্থান নিলেও পুলিশ প্রশাসন ছিলো একেবারে নিশ্চুপ।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে আজ সোমবার দেশব্যাপী অর্ধবেলা হ্রতাল আহবান করে বাম গণতান্ত্রিক জোট। হরতালের সমর্থনে সোমবার সকাল ৬টায় নগরীর সদর রোডের বিভিন্ন পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করে বাম জোটের নেতাকর্মীরা। তারা দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন এবং সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা নিত্য পন্যের মূল্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনার দাবি জানান। বিক্ষোভ ও অবস্থান চলাকালে বিভিন্ন যানবাহন চলাচলে বাধা দেয় তারা। এ কারণে সদর রোডে যান্ত্রিক এবং অযান্ত্রিক যানবাহন চলাচল ছিলো কম। এতে ভোগান্তিতে পড়েন সদর রোডে চলাচলকারীরা। বিশেষ করে স্কুল-কলেজ এবং অফিসগামীরা পড়েন বিপাকে। সকাল ৯টার পর দোকান সদর রোডের দোকান খুলতে শুরু করেন মালিকরা।
হরতালে যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে সদর রোডে মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ। তবে তারা ছিলেন অনেকটা নিশ্চুপ।
হরতালের সমর্থনে সদর রোডে দফায় দফায় বিক্ষোভ হলেও সারা বরিশালে এর কোন প্রভাব পড়েনি। অন্যান্য সড়কে যানবাহন চলাচল এবং দোকান ছিলো স্বাভাবিক।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রনের দাবিতে বাম গণতান্তিক জোটের অর্ধদিবস হরতাল বরিশালে সফল হয়েছে বলে দাবি জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী।
বিডি প্রতিদিন/এএ