বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালে রংপুরে জনজীবনে খুব একটা প্রভাব পড়েনি। নগরীর কয়েকটি স্থানে জোটের নেতাকর্মীদের বিক্ষিপ্তভাবে হরতালের পক্ষে পিকেটিং করতে দেখা গেছে।
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে আজ সোমবার সারাদেশে দুপুর ১২টা পর্যন্ত হরতাল পালন করেছে বামজোট। হরতাল চলাকালে রংপুরের কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কথা শোনা যায়নি। সকাল থেকে ব্যবসাপ্রতিষ্ঠান স্বাভাবিক দিনের মতো খোলা ছিল। যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল করেছে। কিছুটা বিলম্বে হলেও রংপুর স্টেশন থেকে ট্রেন ছেড়ে গেছে। অফিস- আদালত চলেছে অন্যান্য দিনের মতো।
অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এজন্য নগরীর মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন ছিল।
বামজোটের নেতারা প্রেসক্লাব চত্বরসহ কয়েকটি এলাকায় সভা করেছে। এসময় বক্তব্য দেন বাসদ রংপুর জেলার আহ্বায়ক আব্দুল কুদ্দুস, বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু, সদস্য সচিব আহসানুল আরেফিন তিতু, সিপিবি রংপুর মহানগরের সদস্য আবু সালেহ মো. শিহাব, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র রংপুর জেলার নেত্রী অ্যাডভোকেট কামরুন্নাহার খানম শিখা প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ