জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোনকল পেয়ে মোটরসাইকেল ৫ কিলোমিটার ধাওয়া করে কুমিল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় আবু হানিফ (৩৫) নামের এক চোরকে আটক করা হয়। মোটরসাইকেলটি গাজীপুর থেকে চুরি হয়েছিল।
আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন ৯৯৯ এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার। তিনি বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে একজন অভিযোগ করেন রবিবার সন্ধ্যায় ইয়ামাহা ফেজার ব্র্যান্ডের ঢাকা মেট্রো-গ-৫০-৩৬০৩ নম্বরের একটি মোটরসাইকেল গাজীপুর থেকে চুরি হয়।
সাত্তার বলেন, ৯৯৯ থেকে কলটি রিসিভ করেন কনস্টেবল শিমু খাতুন। শিমু তাৎক্ষণিক বিষয়টি কুমিল্লা জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ ও হাইওয়ে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে জানিয়ে মোটরসাইকেলটি উদ্ধারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। পরবর্তীতে ৯৯৯ ডিসপাচার এএসআই আসাদুজ্জামান কলার ও সংশ্লিষ্ট সবার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে পুলিশি তৎপরতার আপডেট নিতে থাকেন।’
সাত্তার বলেন, মোটরসাইকেলটিতে সংযোজিত জিপিএস ট্র্যাকারের মাধ্যমে মোটরসাইকেলটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চান্দিনার কাছাকছি চলন্ত অবস্থায় আছে বলে জানা যায়। কুমিল্লার ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা-পুলিশের একটি দল ঢাকা চট্টগ্রাম নিমসার বাজারের কাছে মোটরসাইকেলটি দেখতে পায়। এরপর প্রায় পাঁচ কিলোমিটার ধাওয়া করে কুমিল্লা ক্যান্টনমেন্টের কাছাকাছি মহাসড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার এএসআই জহিরুল ইসলাম জানান, মোটরসাইকেল চুরির দায়ে আবু হানিফ নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ