রাজধানীর যাত্রাবাড়ি থানা এলাকা থেকে ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম সুমি আক্তার। এসময় তার কাছে থেকে এক হাজার ৯৯৯ পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়।
সোমবার বিকাল সাড়ে চারটায় যাত্রাবাড়ির ধোলাইপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
যাত্রাবাড়ি থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একজন নারী মাদক ব্যবসায়ী যাত্রাবাড়ি থানার ধোলাইপাড় হানিফ ফ্রাইওভার এর টোল প্লাজার বাম পাশে রাস্তায় ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন। এমন সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় সুমিকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
যাত্রাবাড়ি থানায় দায়েরকৃত মামলায় গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/কালাম