রাজশাহীতে শিক্ষিকাকে গলা কেটে হত্যার দায়ে শিক্ষক স্বামীর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে রাজশাহীর জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক আকবর আলী শেখ এ রায় দেন। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- আক্কাস আলী (৪৫)। তিনি মোহনপুর উপজেলার হাজারপাড়া গ্রামের বাসিন্দা। এছাড়া তিনি মোহনপুরের মহিষকুণ্ডি দাখিল মাদ্রাসার ক্বারিয়ানা শিক্ষক ছিলেন। এর আগে ২০১৩ সালে স্ত্রীকে হত্যার পরে গ্রেফতার হলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আসাদুজ্জামান মিঠু জানান, আক্কাস আলীর স্ত্রী ফরিদা বিবি একটি বেসরকারি সংস্থা পরিচালিত স্কুলের শিক্ষক ছিলেন। ওই শিক্ষক দুই লাখ টাকা ঋণ করেন। সেই টাকা পরিশোধ করার জন্য স্ত্রী ফরিদাকে চাপ দিতো। এ নিয়ে নিজেদের মধ্যে পারিবারিক কলহ লেগে থাকতো।
ঘটনার দিন ২০১৩ সালের ২৯ জানুয়ারি সন্ধ্যায় বাড়িতে আক্কাস ফরিদাকে গলাকেটে হত্যা করে। এ ঘটনায় সেদিনই ফরিদা বিবির ভাই মামুনার রশীদ থানায় আক্কাসের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের পরই পুলিশ অভিযুক্ত আক্কাসকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। সেই থেকে তিনি কারাগারেই ছিলেন। এদিকে আদালতে মামলার বিচার কাজ চলতে থাকে। ২৩ জনের সাক্ষ্যে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। তাই আসামির উপস্থিতিতেই আদালত তার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর