সাভারের আশুলিয়ার স্ত্রীকে হত্যা করে আত্মহত্যা করেছেন সৌদি প্রবাসী স্বামী সাইদুল ইসলাম। মঙ্গলবার দুপুরে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার মোতালেব মন্ডলের আধা পাকা টিনসেড বাড়ি থেকে স্বামীর ফ্যানের সাথে ঝুলন্ত মরদেহ ও স্ত্রীর বিছানায় শুয়ে থাকা মরদেহ উদ্ধার করা হয়। পরে লাশ ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায় পুলিশ।
নিহতরা হলেন শাহানাজ পারভীন (২৪)। সে নওগাঁ জেলার মান্দা থানার মনোহরপুর গ্রামের আব্দুল মাজেদ প্রামাণিকের মেয়ে। শাহনাজ আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতো এবং তার স্বামী সাইদুল ইসলাম (৩২) একই এলাকার নওগা মান্ডা থানার চক কশব মন্ডল পাড়ার সামাদ মন্ডলের ছেলে। তিনি সৌদি থেকে চলতি মাসের ৩ তারিখে দেশে ফিরেন।
এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ উপ পরিদর্শক কাজি নাসের বলেন, প্রাথমিক ধারনা পারিবারিক কলহের জেরে তারা মৃত্যুবরণ করেছেন। তবে কেন ও কিভাবে তারা মারা গেলেন তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে জানা যাবে। এই ঘটনায় আশুলিয়ার থানার একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এদিকে ঢাকার ধামরাই থেকে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের চরসঙ্গুর এলাকার নিজ বাড়ির পাশ থেকে ডোমরগাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ। নিহত ওই যুবকের নাম সাগর হোসেন (২২)। সে গত ছয়মাস আগে সৌদি আরব থেকে দেশে ফিরে নিজ বাড়িতে কৃষি কাজের সাথে সম্পৃক্ত হয়।
বিডি প্রতিদিন/হিমেল