আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমরা নিজেদের অর্থে পদ্মা সেতু করছি। এছাড়া মেট্রোরেল, যমুনা সেতুর রেল সংযোগ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র, এলএনজি টার্মিনাল নির্মাণ প্রকল্প, কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎকেন্দ্র, পায়রা গভীর সমুদ্রবন্দর নির্মাণসহ ব্যাপক উন্নয়ন আজ দৃশ্যমান।
দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত ও মিয়ানমারের কাছ থেকে সমুদ্রসীমা জয় করেছি। কৃষিক্ষেত্রে উদ্বৃত্ত উৎপাদন হচ্ছে। সংকটে থাকা শ্রীলংকাকে ২০ কোটি ডলার ঋণ দিয়েছে বাংলাদেশ। দেশের অর্থনৈতিক উন্নতি করোনা মহামারির সময়েও আমরা ধরে রাখতে পেরেছি।
বুধবার রাজশাহী মহানগরীর মতিহার ও শাহ মখদুম থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লিটন বলেন, দেশের উন্নয়নের সঙ্গে রাজশাহীও এগিয়ে যাচ্ছে। রাজশাহীর উন্নয়নে অর্থ বরাদ্দ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্মেলনের বিশেষ অতিথি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেন, বিএনপি স্বাধীনতা বিরোধী ও ষড়যন্ত্রের দল। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি। কারণ তাদের ক্ষমতায় যাওয়ার কোনো পথ নেই। আওয়ামী লীগকে সরিয়ে যে কাউকে ক্ষমতায় বসাতে চায় তারা। বিএনপি যে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে, তাতে তারা কখনও সফল হবে না।
মতিহার থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মান্নানের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক হিসেবে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের সদস্য বেগম আখতার জাহান বক্তব্য দেন। প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। আরও বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু ও সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার প্রমুখ।
সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে মতিহার থানা আওয়ামী লীগের সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক পদে মো. আলাউদ্দিনকে আবারও দায়িত্ব প্রদান করা হয়। সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন।
বিডি প্রতিদিন/আবু জাফর