আসন্ন পবিত্র রমজান মাসের আগেই আটক আলেম-ওলামাদের মুক্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী। তিনি বলেন, তবে তদন্ত সাপেক্ষে যারা দোষী প্রমাণিত হবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে হবে। বুধবার রাজধানীর মুগদা জামিয়া মাদানিয়া মাদরাসা মাঠে ইসলামী যুবজোট আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তবে একথা বলেন তিনি।
মিছবাহুর রহমান চৌধুরী আরো বলেন, ২৬ মার্চ রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তিনি বাঙালি জাতির পিতা, এই ঐতিহাসিক সত্য সকলকে মেনে নিতে হবে। তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে হবে। শক্তিশালী সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে। রমজান মাসে অফিস করে যেন বাসায় গিয়ে ইফতার করা যায় যৌক্তিক সময় নির্ধারণ করতে হবে। যানজট নিয়ন্ত্রণে আনতে হবে।
এ সময় তিনি আগামী ১১ জুন রাজধানীর বায়তুল মোকাররমে জাতীয় সমাসমাবেশের ঘোষণা দেন। ইসলামী যুব জোটের আহবায়ক সফিকুল ইসলাম সিহাবের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন নুরুল ইসলাম খান, ড. খান আসাদুজ্জামান, অধ্যাপক সৈয়দ আনসার আলী, মো. জামান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. খুরশিদ আলম, ব্যরিস্টার খলিলুর রহমান মোহন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ