রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিংয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এসময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
নিউ মার্কেট থানা ডিউটি অফিসার মেহেদি হাসান জানান, ঢাকা কলেজের শিক্ষার্থী ও টিচার্স ট্রেনিংয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে। ঘটনাস্থলে ওসি স ম কাইউম রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি কাজ করছেন।
বিডি প্রতিদিন/আরাফাত