রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সঙ্গে একটি বাসের স্টাফদের মধ্যে কথা কাটাকাটির ঘটনায় বাস ভাঙচুর করেন শিক্ষার্থীরা। এ ঘটনার পর ওই বাস সড়কে আড়াআড়িভাবে রেখে ও সড়কে বসে দুই পাশের সড়ক বন্ধ করে দেন বাস টার্মিনালের শ্রমিকরা। মাঝ পথে চালকের স্ত্রীকে গাড়িতে তোলাকে ঘিরে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে।
বুধবার রাত ৮টা ৫৫ মিনিটে সড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা। প্রায় ৩৫ মিনিটের বেশি সময় দুই পাশের সড়কে অবরোধের কারণে মহাখালীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসনের আশ্বাসে তারা রাস্তা ছেড়ে দেন।
জানা গেছে, ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি পরিবহনের বাসে মাঝ পথে চালকের স্ত্রীকে তোলা হয়। এ নিয়ে চালকের সঙ্গে তর্কে জড়ান যাত্রী হিসেবে থাকা তিতুমীর কলেজের এক শিক্ষার্থী। ওই বাসে এ কলেজের ৩-৪ জন শিক্ষার্থী ছিলেন।
ট্রাফিক গুলশান বিভাগের মহাখালী জোনের সহকারী কমিশনার (এসি) আশাফাক আহমেদ সংবাদমাধ্যমকে জানান, মহাখালীর আমতলীতে এলে বাসটিতে থাকা তিতুমীর কলেজের ৩-৪ জন শিক্ষার্থী ও বাসের সুপারভাইজার-চালকের মধ্যে হট্টগোল হয়। এরপর শিক্ষার্থীরা বাসটি ভাঙচুর করেন।
তিনি আরও জানান, এ ঘটনা জানতে পেরে মহাখালী বাস টার্মিনাল থেকে আইসিডিডিআর’বির সামনে চলে আসেন পরিবহন শ্রমিকরা। শ্রমিকদের দেখে শিক্ষার্থীরা সবাই ঘটনাস্থলে ছেড়ে চলে যান। তখন শ্রমিকরা বাসটি আড়াআড়ি করে দিয়ে সড়কের দুই পাশে বসে অবরোধ করেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ