রাজধানীর ঢাকা কলেজ ও সরকারি টিচার্স ট্রেনিং কলেজ শাখা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫ শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হামপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগে তারা এখন চিকিৎসাধীন।
তারা হলেন জসিম উদ্দিন (২৮), সুজন (২৮), খোকন (২৮), রুবেল (২৮), মামুন (২৬), শিহাব (২৬), মেহেদী (২৫), নিয়ন (২৫), আরিফ (২৫), জাহিরুল (২৫), মো. কায়েস (২৪), সুরুজ (২৫), রাসেল (২৪), সুজন (২৩) ও মাসুদ (২২)।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় তাদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। তখন বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।
জানা গেছে, সন্ধ্যায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজের পার্শ্ববর্তী কলেজ স্ট্রিট রোডে চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রলীগের চার কর্মীর সঙ্গে টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রলীগের কর্মীদের তর্কাতর্কি হয়, যা সংঘর্ষে রূপ নেয়।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য জসিম উদ্দিন। রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান গণমাধ্যমকে জানান, ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ