নারায়ণগঞ্জে লিংক রোডের শিবু মার্কেট এলাকা থেকে দীর্ঘ ৯ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে লিংক রোডে একটি গার্মেন্টসের শ্রমিকরা লিংক অবরোধ করে রাখে। এতে সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ চাষাঢ়া পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়।
স্থানীয়রা জানায়, লিংক রোডের শিবু মার্কেট এলাকায় রূপসী গার্মেন্টসের প্রায় ১৫০০ শ্রমিক বেতন-ভাতার দাবিতে সকাল থেকে রাস্তা অবরোধ করে রেখেছে। তাদের নিবৃত করতে সকাল থেকে নারায়ণগঞ্জ পুলিশ চেষ্টা করে যাচ্ছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান দুপুর পৌনে ১২টায় জানান, ফতুল্লা ওসি ও সার্কেল এসপিসহ সকলেই শ্রমিকদের বোঝানোর চেষ্টা করছে। মালিকপক্ষের সাথেও আলোচনা চলছে। আশা করি আধা ঘণ্টার মধ্যে সমাধান হয়ে যাবে।
বিডি প্রতিদিন/আবু জাফর