সাংবাদিক ইউনিয়ন বরিশালের আয়োজনে ইফতার ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) নগরীর বান্দ রোডের অফিসার্স ক্লাবের ইউরো কনভেনশন হলে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস, নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মো. মনজুর রহমান, সনাক বরিশালের সভাপতি অধ্যাপক শাহ সাজেদা, নগর ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার শেখ সেলিম, নেজারত ডেপুটি কালেক্টর সুব্রত কুমার বিশ্বাস, প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন, রায়পাশা-কড়াপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহরিয়ার বাবুসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সাংবাদিক ইউনিয়ন সভাপতি সাইফুর রহমান মিরনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগের সঞ্চালনায় ইফতার অনুষ্ঠানে ইউনিয়নের সদস্যবৃন্দ ও শুভাকাংখিরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ