মোটরসাইকেলের ধাক্কায় রাজধানীর উত্তর বাড্ডায় অজ্ঞাতনামা (৬৫) এক বৃদ্ধ নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মোটরসাইকেল চালক ইমনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর রাত ১২ টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান অজ্ঞাত ওই বৃদ্ধ।
গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, উত্তর বাড্ডা থেকে মোটরসাইকেলের ধাক্কায় আহত এক বৃদ্ধকে ওই মোটরসাইকেল চালক ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। এরপর তাকে ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।
আটক মোটরসাইকেলচালক ইমন গণমাধ্যমকে জানান, রাত ৮টার দিকে আমি মোটরসাইকেল চালিয়ে উত্তর বাড্ডার দিয়ে যাওয়ার সময় অজ্ঞাতনামা বৃদ্ধ আমার মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। পরে আমি তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আনার পরে ঢাকা মেডিকেলের ১০০ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। পরে রাত ১২ টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই ওয়ার্ডেই তিনি মারা যান।
বিডি-প্রতিদিন/শফিক