রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকায় একটি প্লাস্টিকের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার দুপুরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট।
কারখানাটি লালবাগের শহীদনগর বউ বাজার এলাকায় অবস্থিত। ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
অগ্নিকাণ্ডের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার।
বিডি প্রতিদিন/কালাম