জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির স্থায়ী কমিটির সদস্য মিসেস তানিয়া রব বলেন, দেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণের রায়ে আওয়ামী লীগ নিজেই বিরোধী দলে পর্যবসিত হবে। বাংলার জনগণ ভোটের অধিকার হরণকারীদের ক্ষমা করেনা।
তিনি বলেন, খন্দকার মোশতাকের নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশে সামরিক শাসন জারি না করলে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই স্বাধীন বাংলাদেশে সামরিক শাসন জারি করা কারো পক্ষে সম্ভব ছিল না। সামরিক শাসন আমদানীর দায় আওয়ামী লীগকেই গ্রহণ করতে হবে।
তিনি আরো বলেন, বিদ্যমান সংকট থেকে মুক্তির একমাত্র বিকল্প হচ্ছে প্রজাতন্ত্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেয়া, রাষ্ট্রকে পুনর্গঠন করা। গণজাগরণের মাধ্যমে জাতীয় সরকার গঠন করে বর্তমান দুর্বিষহ রাজনৈতিক অবস্থার অবসান ঘটাতে হবে। এ লক্ষ্যে ছাত্র যুব সমাজসহ সমগ্র জাতিকে গণজাগরণের প্রস্তুতি গ্রহণ করতে হবে।
আজ জাতীয় যুব পরিষদ ও বাংলাদেশ ছাত্রলীগের যৌথ প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তানিয়া রব এসব কথা বলেন।
জেএসডি কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন জাতীয় যুব পরিষদের সভাপতি শামসুল আলম নিক্সন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেএসডির কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
বিডি প্রতিদিন/এএ