সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছে দুইজন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর ও রেডিওকলোনী এলাকায় এই দুর্ঘটনা দুটি ঘটে।
ভার হাইওয়ে পুলিশ বলেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে রেডিওকলোনাী বাসস্ট্যান্ড দিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল চাপায় রাজু নামের এক যুবক নিহত হন। তখন মোটরসাইকেলে থাকা দুই যুবক গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়।
অপরদিকে হেমায়েতপুর এলাকায় দ্রুতগতির একটি গাড়ি চাপায় রাস্তা পার হওয়ার সময় রানা নামের এক যুবক নিহত হন। পরে খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
এদিকে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে এক নারীর লাশ নিয়ে এসেছে পুলিশ। এই নারী নিজ বাসায় আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ