জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির আহবায়ক মোস্তফা আল মাহমুদ বলেছেন, ‘জাতীয় পার্টি দেশ ও জাতির কল্যাণে কাজ করে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং সোনার বাংলা গড়ার জন্য এরশাদ যে কাজের পরিকল্পনা করেছিলেন তারই অসমাপ্ত কাজ শেষ করবো আমরা।’
আজ শুক্রবার এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোস্তফা আল মাহমুদ জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান থেকে পদোন্নতি দিয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় জামালপুর জেলা জাতীয় পার্টি ও ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
দলের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আমাকে বিশ্বাস করে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি নিষ্ঠার সঙ্গে পালন করে আস্থার প্রতিদান দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় পার্টিকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ।’
এসময় জাতীয় পার্টির সদস্য ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আলহাজ্ব জাকির হোসেন খান, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন, জেলা জাতীয় পার্টির সদস্য মো. মাহমুদুল্লাহ, জেলা যুব সংহতির সভাপতি এ্যাডভোকেট আনিছুর রহমান মানিক, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কাজী খোকন, ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব জিল্লুর রহমান বিপু প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবর্ধনার আগে জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে প্রায় ৫ শতাধিক মোটরসাইকেল নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা শহর প্রদক্ষিণ শেষে ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় জেলা ও উপজেলা জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক