হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণসহ এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে দুবাইয়ের একটি বিমানে মোহাম্মদ রাসেল নামে ওই যাত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আসেন।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা সাজ্জাদুল ইসলাম। তিনি বলেন, দুবাই ফেরত যাত্রী রাসেলের কাছ থেকে ১ কেজি ৩৪৯ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ টিম। তার বিরুদ্ধে নিয়মানুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/শফিক