রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ওই তরুণীর নাম ঠিকানা এখনও জানতে পারেনি পুলিশ। তবে সিআইডির ফরেনসিক টিম মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহসহ নানা বিষয় নিয়ে কাজ করছে।
শনিবার (১৬ এপ্রিল) দুপুরে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী সাব্বির আহমেদ এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, আজ সকালে খিলক্ষেত এলাকায় রাস্তার পাশে মাটিচাপা দেওয়ার মত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। শুক্রবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে কোন একসময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী মর্গে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ