রাজধানীর হাতিরঝিলের মহানগর ব্রিজের নিচ থেকে বজলু মিরাজ চৌধুরী রাজ (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মা নাদিরা বেগমের দাবি, তাকে ব্রিজ থেকে ফেলে হত্যা করা হয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রাজ সিলেটের কমলগঞ্জের মৃত বি জামান চৌধুরীর ছেলে।
সংবাদমাধ্যমবে হাতিরঝিল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. কারিবেল হাসান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তিনি বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের প্রেমিকা বর্ষা ও বন্ধু আকাশকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ