সৌদি আরবে পাঠানোর কথা বলে এক নারীকে জিম্মি করে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে র্যাব। চক্রটি ভিসা ও বিমানের টিকিট জালিয়াতি করে শতাধিক মানুষের সঙ্গে প্রতারণা করেছে বলেও অভিযোগ রয়েছে।
আজ শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি জানান, মৌলভীবাজার থেকে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে রাজধানীর রামপুরায় একটি বাসায় জিম্মি করে রেখে এক নারীকে ধর্ষণ করে এই চক্রটি। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেপ্তার চারজন হলেন তোফায়েল আহম্মেদ, কামরুল আহম্মেদ, খালেদ মাসুদ হেলাল ও মো. জামাল।
লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, ধর্ষণের শিকার নারী মুঠোফোনে র্যাবের সহায়তা চান। অভিযোগ পেয়ে গত বুধবার রাতে ঢাকার রামপুরা থেকে ওই নারীকে উদ্ধারের পাশাপাশি চারজনকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, তোফায়েল আহম্মেদ ও ভুক্তভোগী নারীর বাড়ি একই এলাকায়। তিনি ওই নারীকে সৌদি আরবে পাঠানোর প্রতিশ্রুতি দেন। তিনি ওই নারীকে বলেন, সৌদি আরবে যেতে হলে আরবি ভাষা শিখতে ঢাকায় যেতে হবে। পরে মৌলভীবাজার থেকে ঢাকার রামপুরায় চক্রের আরেক সদস্য কামরুল আহম্মেদের বাসায় এনে তোফায়েল ওই নারীকে ধর্ষণ করেন। এ ঘটনায় রামপুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়।
ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জনশক্তি রফতানির লাইসেন্স না থাকলেও গ্রামের অসহায় মানুষদের টার্গেট করে বিদেশে পাঠানোর নামে মাথাপ্রতি ৭ থেকে ৮ লাখ টাকা করে আদায় করত চক্রটি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ