রাজধানীর দক্ষিণখান এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) এক কর্মকর্তাকে (এএসআই) মারধর করার মামলায় এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার তরুণের নাম রিমন (২২)। তিনি বিমানবন্দর থানা ছাত্রলীগের কর্মী।
গতকাল শনিবার রাতে দক্ষিণখান থানা পুলিশ তাকে গ্রেফতার করে। আজ রবিবার দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রহমান জানান, শুক্রবার দক্ষিণখানের আশকোনা এলাকায় বিমানবন্দর থানা ছাত্রলীগের কয়েকজন সদস্যর সঙ্গে কথা কাটাকাটি হয় গোয়েন্দা পুলিশ কর্মকর্তা এএসআই মো. মুঞ্জরুল হকের। তখন ছাত্রলীগের সদস্য শরিফ, আলীম, রিমনসহ অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জন মিলে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ওই পুলিশ কর্মকর্তাকে গুরুতর জখম করেন।
‘পরে ওই ডিবি কর্মকর্তা বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি রিমনকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন মেহেদী হাসান শরিফ (৩২), আবদুল আলিম (৩০) ও অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জন। তাদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। তাদের গ্রেফতারে রাজধানীসহ সম্ভাব্য স্থানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে’,- বলেন ওসি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ