রাজধানীর তুরাগ এলাকা থেকে ইয়াবাসহ দেলোয়ার হোসেন নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার বেলা ১১টার দিকে তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাতে তুরাগ থানার ভাটুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, ভাটুলিয়ার প্রত্যাশা বাস স্ট্যান্ডে সামনে মাদক বিক্রির সময় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হাতে থাকা শপিং ব্যাগ থেকে ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার দেলোয়ারের বিরুদ্ধে তুরাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন