বরিশালে নির্ধারিত মূল্যের অধিক দামে জুতা বিক্রি করায় ৩০ হাজার টাকা এবং ভেজাল জুস তৈরির অভিযোগে এক প্রতিষ্ঠান থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুর ১ টার দিকে এই অভিযান চালানো হয়।
এ সময় ৮৯৯ টাকার জুতা ৯৯৯ টাকায় বিক্রির সুনির্দিস্ট অভিযোগের ভিত্তিতে চকবাজার শাখা জুতার শো রুমের ম্যানেজারকে ৩০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। এর আগে নগরীর টিয়াখালী এলাকায় নকল জুস তৈরির দায়ে একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করে তারা।
জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ্ শোয়াইব মিয়া।
বিডি প্রতিদিন/হিমেল