খুলনা নগরীর চক হাসানখালি মৌজায় জমি অধিগ্রহণে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)’র সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তারা মানববন্ধন করেন। এই জমিতে কেডিএ লিংক রোড, বিনোদন পার্ক, আবাসিক এলাকা ও বনায়নের জন্য জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, নিম্ন মধ্যআয়ের শত শত মানুষ এখানে ২-৩ শতাংশ জমি ক্রয় করে বসবাস করছেন। এই জমি অধিগ্রহণ করা হলে এসসব মানুষ বাস্তুভিটা হারাবেন। তারা বলেন, মুজিবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী যেখানে ভূমিহীন, ঘরহীন মানুষকে প্রকল্পের আওতায় ঘর প্রদান করছেন, সেখানে কেডিএ’র এই সিদ্ধান্তে শত শত মানুষ বিপাকে পড়বেন। তার অবিলম্বে কেডিএর এই প্রস্তাবনা বাতিলের দাবি জানান।
পরে জেলা প্রশাসকের নিকট চক হাসান খালি মৌজায় জমি অধিগ্রহণের (কেডিএ ৩/২০২১-২২) প্রস্তাবনা বাতিলের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর