‘বীর মুক্তিযোদ্ধা কাজী আলিমউদ্দিন বুদ্দিন’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। গাজীপুরের বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ কাজী আলিমউদ্দিন বুদ্দিনের ৬৬তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কীর্তি ও কর্মময় জীবনের ওপর রচিত এই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
বুধবার দুপুরে জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ বইটির মোড়ক উন্মোচন করেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী আলিমউদ্দিন বুদ্দিন, তার স্ত্রী সাদিয়া আফরিন ও কন্যা আদুরী। গাজীপুর মেট্রোপলিটন ইনস্টিটিউটের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মুকছুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আব্দুল হাদী শামীম।
আরও বক্তব্য রাখেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক অসীম বিভাকর, ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, গাজীপুর মেট্রোপলিটন কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম ও উপাধ্যক্ষ ড. বেলায়েত হোসেন।
বিডি প্রতিদিন/এমআই