সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির (জাপা) সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে মো. কুনু মিয়া আহবায়ক ও মো. খালেদ সাইফুদ্দিন খালেদকে সদস্য সচিব করে সিলেট জেলা এবং নজরুল ইসলাম বাবুল আহবায়ক এবং আব্দুস শহীদ লস্কর বশিরকে সদস্য সচিব করে সিলেট মহানগর জাপার সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন দিয়েছেন সংগঠনের চেয়ারম্যান জিএম কাদের। আগামী ২৫ মের মধ্যে পূর্ণাঙ্গ সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করার শর্তে উক্ত কমিটি অনুমোদিত হয়েছে বলে জাপা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিডি প্রতিদিন/এএ