ঢাকার নিউমার্কেটে ঢাকা কলেজের শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে এবং কুরিয়ার সার্ভিস কর্মী হত্যার বিচারসহ তার পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবিতে বরিশালে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। বরিশাল নগরীর বিএম কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, সরকারি বরিশাল কলেজ এবং অমৃত লাল দে মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে এই মশাল মিছিল অুনষ্ঠিত হয়।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্তর থেকে শিক্ষার্থীদের একটি মশাল মিছিলটি বের হয়। পুলিশের কঠোর বেস্টনীতে মিছিলটি সদর রোড হয়ে কেন্দ্রিয় শহীদ মিনার চত্তরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএম কলেজ শিক্ষার্থী মাহফুজ নুসরাত মোনা ও নাজমুল ইসলাম, সরকারী সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষার্থী মাহমুদুন্নবী, ইমরান হোসেন ও আবু নাঈম, বরিশাল কলেজের মো. রোকন এবং ঝালকাঠী এনএস কামিল মাদ্রাসার শিক্ষার্থী নাঈম খান।
বক্তারা ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর অসৎ ব্যবসায়ীদের হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। ওই ঘটনার তথ্য সংগ্রহ করতে গিয়ে ব্যবসায়ীদের হামলায় সাংবাদিক আহত হওয়ার প্রতিবাদ জানান তারা। একই সাথে হামলার মধ্যে পড়ে নিহত কুরিয়ার সার্ভিস কর্মীর পরিবারকে যথাযথ ক্ষতিপূরন দেয়ার জন্য সরকারের কাছে দাবী জানান বক্তারা।
বিডি প্রতিদিন/এএ