রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে নিহত নাহিদ হোসেনের বাবা বাদী হয়ে অবশেষে হত্যা মামলা করেছেন।
বুধবার দিবাগত রাতে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) শরিফ মোহাম্মদ ফারুকুজ্জামান।
তিনি বলেন, নিহত নাহিদের বাবা মো. নাদিম হোসেন বাদী হয়ে নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় তিনি অজ্ঞাত আসামি উল্লেখ করেছেন।
এসি শরিফ মোহাম্মদ ফারুকুজ্জামান জানান, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত একটি মামলা হয়েছে। আরও দুটি মামলা হতে পারে।
তিনি বলেন, নিহতের ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে আসামি শনাক্তের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। নাহিদ হত্যায় যারা জড়িত তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।
তবে এর আগে নাহিদের বাবা নাদিম হোসেন জানিয়েছিলেন, নাহিদের মৃত্যর ঘটনায় মামলা করবেন না তিনি। তিনি বলেছিলেন, ‘আমরা অসহায় মানুষ। আমার ছেলে একটা ঘটনায় মারা গেছে। আমি চাই দোষীদের বিচার হোক। কিন্তু আমি মামলা করুম না। কোনো মামলায় যামু না। আমি গরিব মানুষ।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ