র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীরকে র্যাব সর্বোচ্চ আইনি সহযোগিতা দিয়েছে। ইলিয়াস আলীকে খুঁজে পেতে র্যাব এখনো চেষ্টা করছে।’
আজ বৃহস্পতিবার কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময় ইলিয়াস আলীকে নিয়ে সুইডেন থেকে প্রকাশিত নেত্র নিউজের এক প্রতিবেদনকে ‘ভিত্তিহীন’ বলে জানিয়ছেন র্যাব কর্মকর্তা খন্দকার আল মঈন।
তিনি বলেন, নেত্র নিউজে র্যাবকে নিয়ে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন। বিএনপি নেতা ইলিয়াস আলীকে যখন পাওয়া যাচ্ছিল না, তখন তার স্ত্রী আমাদের কাছে এসেছেন। আমরা তাকে সর্বোচ্চ আইনি সহযোগিতা দিয়েছি। তিনি যখন যে সন্দেহ পোষণ করেছেন, যখনই কোনো তথ্য দিয়েছেন, আমরা অভিযান পরিচালনা করেছি। আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা করছি। এখনও তার স্ত্রীকে সহায়তা দিয়ে যাচ্ছে র্যাব।’
খন্দকার আল মঈন আরও বলেন, ‘নেত্র নিউজের ওই খবরটিতে যেসব তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়েছে, র্যাব মনে করে এটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন। দেখুন, র্যাব একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমাদের যত অভিযান, আমরা আইন মেনে পরিচালনা করি। এখানে যেসব তথ্য–উপাত্ত দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বরং আমরা বলব, ইলিয়াস আলীকে যখন থেকে পাওয়া যাচ্ছিল না, ওনার স্ত্রী যখন আমাদের কাছে এসেছেন, আমরা তাঁকে সর্বোচ্চ আইনি সহযোগিতা দিয়েছি।’
বিডি-প্রতিদিন/শফিক