ঢাকা-বরিশাল নৌ পথে ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তায় নৌযানে অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করা এবং ঝড় মৌসুমে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন না করতে লঞ্চ মালিকদের প্রতি আহবান জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় বরিশাল পুলিশ লাইনে ঈদুল ফিতর উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় এই আহবান জানান তিনি।
পুলিশ কমিশনার আরও বলেন, যাত্রী লঞ্চগুলোতে অগ্নিনির্বাপনে শতভাগ প্রস্তুতি থাকতে হবে। আগামী কিছুদিনের মধ্যেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই আবহাওয়া অনুকূলে না থাকলে অতিরিক্ত যাত্রী বোঝাই না করার জন্য লঞ্চ মালিকদের প্রতি অনুরোধ জানান তিনি। এছাড়া লঞ্চ যাত্রীদের নিরাপত্তায় শতভাগ ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন পুলিশ কমিশনার। নদী বন্দর এবং বাস টার্মিনাল সহ বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে পোষাকী এবং সাদা পোষাকী পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করবে। নগরবাসীর নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া কথা বলেন পুলিশ কমিশনার।
সভায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, লঞ্চ মালিক সমিতি ও নৌযান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, বাস মালিক সমিতির নেতা, সরকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে বিভিন্ন মতামত প্রদান করেন।
বিডি প্রতিদিন/এএ