রাজশাহী মহানগরীর তেরখাদিয়া এলাকার রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্ৰাম অব পিপুলস সংগঠনের ১০ ব্যক্তি করোনাভাইরাসের নমুনা সংগ্রহকারী পেলেন প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ আর্থিক অনুদানের চেক। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন জেলা প্রশাসক আবদুল জলিল।
উল্লেখ্য, নগরীর দশ জন করোনাভাইরাস নমুনা সংগ্রহকারীকে ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী।
নগরীর তেরখাদিয়া এলাকার ফিরোজ বলেন, ‘রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্ৰাম অব পিপুলস’ সংগঠনটির সদস্যরা স্বেচ্ছায় জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় করোনাকালীন করোনাভাইরাস নমুনা সংগ্রহের কাজ করেছেন। জীবনের ঝুঁকি নিয়ে করোনাকালীন আমরা কাজ করেছি। তাই আজকে আমাদের কাজের স্বীকৃতিস্বরূপ আর্থিক সহায়তা প্রদান করেছেন।
এবিষয়ে জেলা প্রশাসক আবদুল জলিল বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার স্বেচ্ছাসেবী কর্মীদের ব্যাপারে অত্যন্ত আন্তরিক। বৈশ্বিক করোনা মহামারির মধ্যেও গত বছর স্বেচ্ছায় করোনাভাইরাস নমুনা সংগ্রহকারীরা সাহসিকতার সঙ্গে কাজ করেছেন। তাদের অবদানের কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর