বরিশাল নগরীর বান্দ রোডের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে পুলিশের ভুয়া পরিচয়ধারী এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে তাকে আটক করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
আটক ব্যক্তির নাম মো. জুম্মান (৩০)। তিনি নগরীর ২৩ নং ওয়ার্ডের টিয়াখালী ঠাকুরবাড়ি এলাকার মো. আব্দুল জলিল মুন্সির ছেলে।
কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. লোকমান হোসেন জানান, বৃহস্পতিবার সকালে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে একটি ওয়াকিটকি সেট নিয়ে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছিলো জুম্মান। একপর্যায়ে তিনি রোগীর স্বজন ও ফুটপাত দোকানিদের কাছ থেকে অর্থ আদায় শুরু করে। বিষয়টি সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে মেডিকেল পুলিশ কন্ট্রোল রুমে নিয়ে যায়। কিন্তু অসংলগ্ন কথাবার্তার কারণে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেন পুলিশ পরিদর্শক লোকমান হোসেন।
বিডি প্রতিদিন/আবু জাফর