রাজশাহীস্থ ভারতীয় দূতাবাসের সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটী বলেছেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। উন্নত ও শক্তিশালী রাষ্ট্র গঠনে শিক্ষার ভূমিকা অপরিসীম। তাই দু’দেশের সম্পর্ককে আরও জোরদার ও শিক্ষার গুণগত মান উন্নয়নে ভারত সরকার বিভিন্ন ক্ষেত্রে প্রতি বছর বাংলাদেশের মেধাবী শিক্ষার্থী ছাড়াও মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে শিক্ষা বৃত্তি প্রদান করে আসছে। যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার দুপুরে ভারত সরকারের সহায়তায় ঢাকা ভারতীয় হাই কমিশনের সহযোগিতায় রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৫৪ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু সভাপতিত্ব করেন।
সহকারী হাই কমিশনার রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের তথা বিশ্বের কল্যাণে কাজ করার আহ্বান জানান। পরিশেষে তিনি ব্যবসায়ী সমাজ কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল জলিল, রংপুর চেম্বারের পরিচালকদের মধ্যে মো. মোতাহার হোসেন মণ্ডল, মো. আমজাদ হোসেন চৌধুরী, পার্থ বোস, রবি সোমানী, স্কুল অ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকামণ্ডলী।
বিডি প্রতিদিন/এমআই