বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূইয়াসহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। আজ শুক্রবার বেলা এগারোটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে এই মানববন্ধন শুরু হয়েছে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট শ্রমিক নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন, শ্রমিক নেতা আনোয়ার হোসেইন, মনজুরুল ইসলাম মনজু, হুমায়ুন কবির, আবুল খায়ের খাজা, আবুল কালাম আজাদ, কামরুজ্জামান, সবুজ ও ওলামা দল নেতা মাওলানা রফিকুল ইসলাম।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ